ভারতের সাউথের অভিনেত্রী কাজল আগরওয়াল পুত্রসন্তানের মা হয়েছেন। ছয় দিন আগের কথা। ইনস্টাগ্রামে একটি চমৎকার চিঠি পোস্ট করেছিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী কাজল আগারওয়াল। মাতৃত্বের আট মাস স্বামী গৌতম কিসলুকে কীভাবে কাছে পেয়েছেন, তারই এক কৃতজ্ঞচিত্ত বয়ান সেই চিঠি। গৌতম ও কাজল দুজনেই আনন্দে আত্মহারা।
ভারতীয় গণমাধ্যমকে সুখবরটি দিয়েছেন কাজলের বোন নিশা আগারওয়াল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, মঙ্গলবার সকালে কাজল এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। শুধু তা–ই নয়, নিশা ইনস্টাগ্রামে কাজলের ভক্তদেরও কিছু আঁচ দিয়েছিলেন। লিখেছিলেন, ‘দারুণ একটা সুন্দর দিন। তোমাদের সবার সঙ্গে বিশেষ একটা খবর শেয়ার করার তর সইছে না। অবশেষে এল সেই সুখবর।’ গত বছরের ৩০ অক্টোবর কাজল তার দীর্ঘ সময়ের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন।
বিয়েতে তাদের পরিবারের কাছের কিছু সদস্য আর ঘনিষ্ঠ বন্ধু হাজির হয়েছিলেন। বিয়ের পর মালদ্বীপে মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন এই নবদম্পতি। মধুচন্দ্রিমার নানা রোমান্টিক ছবি কাজল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
বিয়ে গত বছর হলেও এ বছরের শুরুতে খবর ছড়ায় মা হচ্ছেন কাজল। পরে গুঞ্জনের মাঝে চলতি বছরের জানুয়ারিতে কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান কাজলের মা হতে যাওয়ার খবর।
সম্প্রতি স্বামীকে একটি ধন্যবাদপত্র লিখেছেন কাজল। অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম কিসলু যেভাবে স্ত্রীর দেখভাল করেছেন, তা নিয়ে ভীষণ খুশি এই অভিনেত্রী। কাজল লিখেছিলেন, ‘প্রিয় স্বামী, অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা হওয়ার জন্য। প্রতিটি মেয়েই এ রকম স্বামী চায়। অনেক ধন্যবাদ, নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য। তুমি জানো, আমার মর্নিং সিকনেস আছে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বের হই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সব সময় আমার খেয়াল রেখেছ। আমি ঠিকমতো খাবার খেয়েছি কি না, পানি খেয়েছি কি না, বিশ্রাম নিয়েছি কি না। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিচ্ছ আমার। আমি জানাতে চাই তুমি কত অসাধারণ মানুষ আর কত অসাধারণ বাবা হতে যাচ্ছ।’
কাজলকে সর্বশেষ হিন্দি সিনেমা ‘মুম্বাই সাগা’য় দেখা গেছে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।